ফরিদপুরে মাদক মামলায় পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন

ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৩ জুন ২০২৪ | ১৭:১১
মাদক মামলায় ঝিনাইদহ জেলার সাবেক ট্রাফিক ইন্সপেক্টর শেখ আজমকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ফরিদপুরের আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।
সাজাপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কর্মকর্তা শেখ আজম নড়াইল জেলার লোহাগড়া থানার পাচুরিয়া গ্রামের বাসিন্দা।
আদালতের সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর মধুখালী থানা-পুলিশ খবর পায়, ফরিদপুরের মধুখালী উপজেলার রেলগেট পশ্চিম পাশে ঢাকা-খুলনা মহাসড়কে একটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়েছে। ওই দুর্ঘটনার স মিল মিস্ত্রি মো. মজিবর মোল্লা আহত হন। সে সময় মোটরসাইকেল আরোহী দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা শেখ আজমকে আটক করেন। তিনি ঝিনাইদাহ জেলার ট্রাফিক ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। পুলিশ এসে মোটরসাইকেলে থাকা গোপন একটি বাক্স থেকে ৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে। পরে মধুখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে। ২০১৮ সালের ৭ মে মধুখালী থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করেন বিচারক।
- বিষয় :
- ফরিদপুর
- মাদক মামলা
- কারাদণ্ড
- পুলিশ কর্মকর্তা