ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নষ্ট ফ্রিজে হাসপাতালের ওষুধ সংরক্ষণ

নষ্ট ফ্রিজে হাসপাতালের ওষুধ সংরক্ষণ

নষ্ট ফ্রিজে ওষুধ সংরক্ষণের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ছবি: সমকাল

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৪ | ১৬:৫০ | আপডেট: ০৪ জুন ২০২৪ | ১৭:৩০

কুষ্টিয়ার কুমারখালীতে নষ্ট ফ্রিজে ওষুধ সংরক্ষণের অপরাধে একটি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের প্রদীপ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক প্রদীপ কুমার ঘোষকে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ আল মামুন, স্যানিটারি পরিদর্শক মো. ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন পৌরসভার তহবাজারেও অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় লাইসেন্স না থাকা ও চালের দাম বেশি নেওয়ায় মুদি দোকানি বাদশা মোল্লাকে ৭ হাজার টাকা এবং ক্রয় রসিদ না থাকায় মুরগি ব্যবসায়ী নিজাম উদ্দিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার তহবাজার ও হাসপাতাল সড়কে অভিযান চালানো হয়। এ সময় ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


 

আরও পড়ুন

×