যশোর জিলা স্কুল
বহিরাগতদের ছুরিকাঘাতে আহত ৩ শিক্ষার্থী

ছবি- সমকাল
যশোর অফিস
প্রকাশ: ০৪ জুন ২০২৪ | ২১:১৮ | আপডেট: ০৪ জুন ২০২৪ | ২১:১৮
যশোর জিলা স্কুলে বহিরাগতদের ছুরিকাঘাতে ৩ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আহত শিক্ষার্থীরা হলো– দশম শ্রেণির শিক্ষার্থী শিহাব আহমেদ, রাফি চৌধুরী ও বাদশা ফয়সাল স্কুলের একই শ্রেণির শিক্ষার্থী সবুজ হোসেন। তাদের স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা যশোর সদর হাসপাতালে ভর্তি করে।
আহত রাফি জানায়, জিলা স্কুলে তাদের প্রাক-নির্বাচনী পরীক্ষা চলছে। তারা পরীক্ষা দিয়ে দুপুর দেড়টার দিকে স্কুলের সামনে এলে কয়েকজন হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে সে, শিহাবসহ কয়েকজন আহত হয়েছে। সবুজের ভাষ্য, পরীক্ষা শেষ করে জিলা স্কুলের সামনে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, গত সোমবার ক্যাম্পাসে দুই শিক্ষার্থীকে মাদক সেবন করতে দেখে শিক্ষকদের কাছে নালিশ করে দশম শ্রেণির এক শিক্ষার্থী। এর জেরে মঙ্গলবার বহিরাগতদের নিয়ে হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন বলেন, পূর্বশত্রুতার কারণে বহিরাগতদের হামলায় স্কুলের তিন ছাত্র আহত হয়েছে। এক ছাত্র নানা ধরনের অপরাধের কারণে কিশোর সংশোধন কেন্দ্রে ছিল। তার স্কুলে আসা নিষেধ। তবে পরিবারের অনুরোধে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল।
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রূপণ কুমার সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের আটকে অভিযান চলছে।
- বিষয় :
- ছুরিকাঘাত
- ছুরিকাঘাতে আহত