ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চাঁদপুরে মানববন্ধন 

বালুখেকোদের থেকে ভিটেমাটি রক্ষার দাবি

বালুখেকোদের থেকে ভিটেমাটি রক্ষার দাবি

ছবি- সমকাল

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৪ | ২১:৫০

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার দাবিতে মানববন্ধন করেছে ভাঙনকবলিত চরাঞ্চলবাসী। বালুখেকোদের হাত থেকে নিজেদের ভিটেমাটি রক্ষা এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেছে তারা।

মঙ্গলবার সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে মেঘনা নদীর পাড়ে বিশাল এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য, আওয়ামী লীগ নেতাকর্মীসহ চরাঞ্চলের সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় চরাঞ্চলবাসী নিজেদের ভিটেমাটি রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও বালু উত্তোলনকারী লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান সেলিম খানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ভাঙনকবলিতরা জানান, চেয়ারম্যান সেলিম খান দীর্ঘদিন বালু উত্তোলন করে আসছেন। প্রশাসন ও আদালত তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় প্রায় দু’বছর ধরে বালু উত্তোলন বন্ধ ছিল। আবারও তিনি বালু উত্তোলন শুরু করেছেন। এতে নদীভাঙনের হুমকিতে পড়েছে বিস্তীর্ণ এলাকা। বালু সন্ত্রাস বন্ধ করে ভিটেমাটি রক্ষার আরজি জানান তারা। 

রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বেপারী বলেন, কারা অবৈধভাবে বালু কেটে নিচ্ছে, তা সবারই জানা। বালু উত্তোলনে বাড়িঘর নদীভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে। এ বিষয়ে বলতে গেলে প্রভাবশালীরা গতকালও আমাদের কয়েকজনকে বেদম মারধর করেছে। বিষয়টি আমরা স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি।

এদিকে আদালতের আদেশ অমান্য করে মেঘনায় বালু তোলায় মেসার্স নিপা এন্টারপ্রাইজকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সেলিনা বেগম চাঁদপুরের ‘বালুখেকো’ চেয়ারম্যান সেলিম খানের মেয়ে।

সোমবার রাতে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, নিপা এন্টারপ্রাইজের লোকজন চরজগন্নাথপুর, লগীমারা ও থাকচর লগীমারা মৌজায় বালু তুলছিল। এ সময় ৫ জনকে আটক করে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া তাদের কাছ থেকে নগদ ১১ লাখ ৭৮ হাজার টাকা ও একটি স্পিডবোট জব্দ করা হয়।

আরও পড়ুন

×