ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নন্দীগ্রাম উপজেলা নির্বাচন

কেন্দ্রে ভোটার উপস্থিতি কম, প্রথম ২ ঘণ্টায় পড়ল ১৬ ভোট

কেন্দ্রে ভোটার উপস্থিতি কম, প্রথম ২ ঘণ্টায় পড়ল ১৬ ভোট

নন্দীগ্রামের রিধইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র - সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৫ জুন ২০২৪ | ১০:২৫ | আপডেট: ০৫ জুন ২০২৪ | ১০:৪৫

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও উপজেলার বুড়ইল ইউনিয়নের রিধইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা নেই ভোটারের। এতে অলস সময় পার করছেন কেন্দ্রে দায়িত্বরতরা।

প্রিজাইডিং কর্মকর্তা আবু তালেব জানান, কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ৬১৪ জন। এর মধ্যে প্রথম ২ ঘণ্টায় ভোট পড়েছে ১৬টি। কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকাভুক্ত।

নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ সকাল ৮টা থেকে উপজেলার ৪৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।  

এর মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ (আনারস), আনোয়ার হোসেন রানা (মোটরসাইকেল), নজিবুল্লাহ মজনু (ঘোড়া) ও মাহমুদ আশরাফ মামুন (দোয়াত কলম) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত (মাইক), শুভ আহম্মেদ (টিউবওয়েল), ইলিয়াস আলী (তালা) ও আমিনুল ইসলাম (চশমা)। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রাবণী আকতার বানু (হাঁস) ও খালেদা বেগম (কলস)।

উপজেলা নির্বাচন কর্মকর্তা বাবু হক জানান, নন্দীগ্রাম উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫৭ হাজার ১৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৩৪৯ জন, নারী ভোটার ৭৮ হাজার ৮৪০ জন এবং একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। 

আরও পড়ুন

×