ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কয়রা উপজেলা নির্বাচন

প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ায় প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি

প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ায় প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি

প্রতীকী ছবি

কয়রা (খুলনা) প্রতিনিধি 

প্রকাশ: ০৫ জুন ২০২৪ | ১০:৫৪ | আপডেট: ০৫ জুন ২০২৪ | ১১:২৪

উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় খুলনার কয়রায় এক প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার সকালে কয়রা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তারিক উজ জামান এ তথ্য নিশ্চিত করেন।

অব্যাহতি পাওয়া ওই প্রিজাইডিং কর্মকর্তার নাম মো. হুমায়ুন কবির। তিনি কয়রার বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। তার কয়রার দক্ষিণ মঠবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল।

তারিক উজ জামান জানান, নির্বাচন সংশ্লিষ্ট কারও প্রার্থীর হয়ে প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ নেই। কিন্তু প্রিজাইডিং কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

তিনি জানান, প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগপত্র ফেরত নিয়ে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

গত ২৯ মে তৃতীয় ধাপে খুলনার কয়রা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় রিমালের কারণে নির্বাচন স্থগিত করা হয়। নতুন তারিখ অনুযায়ী, আগামী ৯ জুন কয়রা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

×