ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

খুলনার ডুমুরিয়া, কয়রা ও পাইকগাছায় ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

খুলনার ডুমুরিয়া, কয়রা ও পাইকগাছায় ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

শনিবার সকালে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়- সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৮ জুন ২০২৪ | ১৭:২০

খুলনার ডুমুরিয়া, কয়রা ও পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৭২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার সকালে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়, রোববার ভোরে পাঠানো হবে ব্যালট পেপার। ভোটকেন্দ্রসহ নির্বাচনের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন আইন শৃংখলা বাহিনীর প্রায় ৫ হাজার ৬০০ সদস্য।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তিন উপজেলায় মোট প্রার্থী ৪৪ জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১২ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১০ জন।

ডুমুরিয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৩ জন। তারা হলেন জেলা আওয়ামী লীগের সদস্য এজাজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য মো. আজগর বিশ্বাস ও জেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সহ-সভাপতি মো. মুনিমুর রহমান নয়ন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পাইকগাছা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৬ জন। তারা হলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, আওয়ামী লীগের কৃষ্ণপদ মণ্ডল, আওয়ামী লীগের শেখ আবুল কালাম আজাদ, স্বতন্ত্র স ম শিবলী নোমানী রানা ও স্বতন্ত্র মো. আছাদুল বিশ্বাস। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কয়রা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৩ জন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা, উপজেলা যুবলীগের সভাপতি এস এম শফিকুল ইসলাম ও স্বতন্ত্র অনাদী সানা। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা চেয়ারম্যান পদে মূলত আওয়ামী লীগ নেতাদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

ডুমুরিয়া উপজেলার ১০৮টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ ৭৪২টি, মোট ভোটার ২ লাখ ৭৩ হাজার ১১৪ জন। পাইকগাছা উপজেলার ৯৭টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ ৬৬৩টি, মোট ভোটার ২ লাখ ৩১ হাজার ৯৩৮ জন। কয়রা উপজেলার ৬৭টি কেন্দ্রে ভোট কক্ষ ৪৮৬টি, মোট ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৩৭ জন।

জেলা ও মেট্রোপলিটন পুলিশ এবং জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ভোট কেন্দ্রগুলোতে আইন শৃংখলা রক্ষা বাহিনীর প্রায় ৫ হাজার ৬০০ সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ৩ হাজার ৮৩৫ জন ও পুলিশ ১ হাজার ৭৫০ জন। এছাড়া কয়রা উপজেলায় ২ প্লাটুন বিজিবি ও ৩ প্লাটুন কোস্টগার্ড, পাইকগাছা ও ডুমুরিয়ায় ৩ প্লাটুন করে বিজিবি এবং র‌্যাব সদস্যরা টহল দেবেন। দায়িত্ব পালন করবেন ৩৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসকরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছেন। কোথাও কেউ বিশৃংখলার চেষ্টা করলে কঠোরভাবে তা দমন করা হবে।

আরও পড়ুন

×