বৈচিত্র্যময় পণ্য তৈরির মাধ্যমে ঘুরে দাঁড়াবে পাট শিল্প: নানক

পাটের তৈরি পণ্য ঘুরে দেখছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৮ জুন ২০২৪ | ২১:৩২ | আপডেট: ০৯ জুন ২০২৪ | ০৮:৫৬
বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, পাটের বৈচিত্র্যময় পণ্য তৈরি এবং তার ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে পাটের ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার। বিশ্বের বিভিন্ন জায়গায় পাট পণ্য রপ্তানি হচ্ছে। আগামী দিনগুলোতে পাট পণ্যের বিশ্ব বাজার আমাদের দখলে থাকবে।
শনিবার ফরিদপুরে বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে পাট চাষী, মিল মালিক, ব্যবসায়ী এবং পাটখাত সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পাট ও চামড়া শিল্প দিয়ে বাংলদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে গার্মেন্টস সৃষ্টির মাধ্যমে পোশাক শিল্পকে প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে পৌছে বৈদেশিক অর্থ উপার্জনের ব্যবস্থা করে দিয়েছেন। পাট থেকে চা তৈরির বিষয়টিও সরকারের চিন্তায় রয়েছে। পলিথিনের ব্যবহার বন্ধ করে বিকল্প হিসেবে সোনালী আঁশের তৈরি সোনালী ব্যাগ অনতিবিলম্বে পর্যাপ্ত পরিমাণে বাজারে সরবরাহ করা হবে।
তিনি বলেন, কৃষকের খরচ বাঁচাতে কাঁচা পাট ছাড়িয়ে সহজে প্রক্রিয়াকরণের সুব্যবস্থার বিষয়টি গবেষণা পর্যায়ে রয়েছে। দেশের মোট চাহিদার ৭৫ ভাগ বীজ বাইরে থেকে আমদানি করা হয়। আমদানি নির্ভরতা কমাতে দেশীয় কৃষকদের বীজ উৎপাদন করতে হবে।
পাট মন্ত্রী আরও বলেন, পাট থেকে পাটজাত পণ্য তৈরি করে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। ফরিদপুর থেকে পাট চাষের সমস্যা জেনে সমাধানের পথ বের করার জন্য এসেছি। ফরিদপুরে শুধু দেশের সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় তা না, এখানে সবচেয়ে উচ্চমানের পাটও উৎপাদন হয়। সল্প জায়গায় সল্প সময়ে কীভাবে পাট জাগ দেওয়া যায় আমরা সে ব্যবস্থা করবো।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেন, কৃষক যথাযথভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে পাট উৎপাদন করতে পারলে এবং ন্যায্য মূল্য পেলে পাট আবাদে আগ্রহ থাকবে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ঝর্ণা হাসান, বিজিএমইএর সভাপতি আবুল হোসেন, পুলিশ সুপার মোহাম্মাদ মোর্শেদ আলম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ।
ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্ত্বে সভায় জেলার বিভিন্ন স্থান থেকে আগত পাট চাষী ও পাটকল মালিকসহ পাটখাত সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জেলার সফল পাট চাষীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
- বিষয় :
- ফরিদপুর
- জাহাঙ্গীর কবির নানক
- পাট