উপজেলা নির্বাচন : সরেজমিন
ডুমুরিয়ায়ও ভোটার ‘ডুমুরের ফুল’

প্রতীকী ছবি
খুলনা ব্যুরো ও ডুমুরিয়া প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৪ | ০০:১৯
প্রার্থী, কেন্দ্র, ব্যালেট পেপার, এজেন্ট, ভোটকর্তা, কর্মী-সমর্থক, আইনশৃঙ্খলা বাহিনী– সবই আছে, শুধু নেই যাদের জন্য এত আয়োজন সেই ভোটার। খুলনার ডুমুরিয়ার উপজেলা নির্বাচনে গতকাল রোববার ১০ থেকে ১২ কেন্দ্র ঘুরে দু-একটি ছাড়া কোথাও ভোটারের সারি দেখা যায়নি। অন্য উপজেলার মতো ডুমুরিয়ায়ও ভোটার ছিল ‘ডুমুরের ফুল’। কেন্দ্রের বাইরে ছিল বিভিন্ন প্রার্থীর কর্মী-সমর্থকের জটলা। তবে ভেতরে ছিল সুশৃঙ্খল পরিবেশ।
ডুমুরিয়ার গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় মহিলা ভোটকেন্দ্রে সকাল সাড়ে ১০টায় গিয়ে দেখা যায়, ৫ থেকে ৬ জন ভোটার অপেক্ষা করছেন। প্রিসাইডিং কর্মকর্তা প্রশান্ত কুমার জানান, আটটি বুথে প্রথম ২ ঘণ্টায় ২ হাজার ৮৮০ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭৩ জন। ভোটের হার মাত্র ৩ শতাংশ।
দুপুর আড়াইটায় ডুমুরিয়া কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, দুই থেকে তিনজন ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। প্রিসাইডিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, ছয়টি বুথে ২ হাজার ১০১ ভোটারের মধ্যে ৬৯৪ জন ভোট দিয়েছেন।
এর পর একই বিদ্যালয়ের আরেক ভবনে পুরুষ কেন্দ্রে গিয়ে দেখা যায়, আটটি বুথের কোনোটিতেই ভিড় নেই। এক-দু’জন করে ভোটার আসছেন এবং তারা নির্বিঘ্নে ভোট দিয়ে ফিরে যাচ্ছেন। প্রিসাইডিং কর্মকর্তা জি এম আসাদুর রহমান জানান, ২ ঘণ্টায় ২ হাজার ৯১১ জন ভোটারের মধ্যে ১৭২ ভোট পড়েছে। ভোটের হার প্রায় ৬ শতাংশ।
দুপুর ১২টায় রুদাঘরা ইউনিয়নের মধুগ্রাম ইসলামিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে লোকজন থাকলেও ভেতরে তেমন ভোটার নেই। ২ হাজার ২৯৩ ভোটারের মধ্যে ৩৫০ জন ভোট দিয়েছেন।
ডুমুরিয়া সদর মাধ্যমিক বিদ্যালয়, কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলাকালে কখনও ভোটারদের লাইনে দাঁড়াতে হয়নি।
- বিষয় :
- উপজেলা নির্বাচন