ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ফেসবুকে ‘মসজিদে দান’ নিয়ে কটূক্তি, গ্রেপ্তার যুবক

ফেসবুকে ‘মসজিদে দান’ নিয়ে কটূক্তি, গ্রেপ্তার যুবক

প্রতীকী ছবি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৪ | ১৩:১৪ | আপডেট: ১১ জুন ২০২৪ | ১৩:৩৭

ময়মনসিংহের ভালুকায় ‘মসজিদে দান’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করায় সৃজন দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে ভালুকা মডেল থানায় মামলা রুজু হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, ৫ জুন অনুষ্ঠিত ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন কামরুজ্জামান পিন্টু। তাঁর ভালো-মন্দ দিকগুলো বিশ্লেষণ ও নির্বাচনে পরাজিত হওয়ার কারণ তুলে ধরে ফেসবুকে পোস্ট দেয় ‘বিউটিফুল ভালুকা’ নামে একটি ফেসবুক আইডি। ওই পোষ্টে ‘সৃজন দাস’ নামে ফেসবুক আইডি থেকে ‘হামিদ ক্বারী মসজিদে দান করলে সব টাকা হারাম, এর চেয়ে গাঙ্গিনাপার দান করলে উত্তম’ বলে কমেন্ট করা হয়। বিষয়টি দ্রুতই ফেসবুকে ভাইরাল হয়। এতে ক্ষুব্ধ হন এলাকাবাসী।

বিষয়টি ভালুকা থানা-পুলিশের নজরে এলে সৃজন দাসকে গ্রেপ্তারে উপজেলার বিভিন্ন অভিযান চালায়। একপর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহযোগিতায় তাকে শনিবার রাতে ভালুকা পৌর সদরের সরকারি ডিগ্রি কলেজ এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভালুকা থানার এসআই সামিউল হক বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে মামলা রুজু করেন। রোববার দুপুরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে রুজুকৃত মামলায় সৃজন দাস গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

×