ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

উত্তরাঞ্চল

হাট ছাপিয়ে মহাসড়কে কোরবানির পশু

হাট ছাপিয়ে মহাসড়কে কোরবানির পশু

বগুড়ার মহাস্থান-শিবগঞ্জ সড়কে গরুর হাট। বুধবার বিকেলে তোলা। ছবি: সমকাল

 নিজস্ব প্রতিবেদক, উত্তরাঞ্চল ও বগুড়া ব্যুরো 

প্রকাশ: ১৩ জুন ২০২৪ | ০৫:৪৬

কোরবানি ঈদ সামনে রেখে উত্তরাঞ্চলের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে পশুর হাট বসছে। এসব হাটের কারণে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে তীব্র যানজটের শঙ্কা রয়েছে। এতে ঈদে ঘরমুখো মানুষ ভোগান্তিতে পড়তে পারেন।

গতকাল বুধবার উত্তরের বড় পশুর হাট মহাস্থানগড়ে গিয়ে দেখা গেছে, হাটের পশু সড়কে উঠে এসেছে। ঢাকা-রংপুর মহাসড়ক ছাড়াও পশু বাঁধা ছিল মহাস্থান-শিবগঞ্জ আঞ্চলিক সড়কে। এ কারণে জয়পুরহাট যাওয়ার সহজ সড়কটি গতকাল সকাল থেকে ছিল একেবারেই বন্ধ। বগুড়া শহরের প্রধান সড়কে কালিতলাহাট ও বাইপাস মোড়ে সুলতানগঞ্জ হাট হওয়ার কারণে মহাসড়কের ওপর একই চিত্র দেখা যায়। পশুর চেয়ে এ সড়কে বড় ভোগান্তি তৈরি করে পশুবাহী ভটভটি ও থ্রিহুইলার।

হাইওয়ে পুলিশের তথ্য বলছে, বগুড়ায় মহাসড়কের পাশে ১১টি স্থায়ী ও ছয়টি অস্থায়ী পশুর হাট বসবে। এর মধ্যে নন্দীগ্রামের মনছুরা আলী ডিগ্রি কলেজ মাঠ, কুন্দারহাট বাজার, টেংরামাগুর বাজার, রাণীরহাট, মোকামতলা ডিগ্রি কলেজ মাঠ এবং ধানাইদহ পশুর হাট উল্লেখযোগ্য।

রংপুর বিভাগের মহাসড়কের পাশে স্থায়ী ৯টি হাটের পাশাপাশি অস্থায়ী ৫টি হাট বসানো হচ্ছে। এর মধ্যে রয়েছে– ফাঁসিতলা বাজার, বালুয়া বাজার, ধাপের হাট বাজার, ভজনপুর বাজার ও তেঁতুলিয়া বাজার হাট।

হাটের কারণে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের ৩৫ স্থানে যানজটে পড়ে মানুষ ভোগান্তিতে পড়তে পারে বলে পুলিশের শঙ্কা। এর মধ্যে উল্লেখযোগ্য স্থান হলো– গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা মোড়, সম্ভার সিএনজি ফিলিং স্টেশন, ঢাকার আশুলিয়ার নতুন ইপিজেড, পুরোনো ইপিজেড, বলিভদ্র, টাঙ্গাইলের ভূঞাপুর লিংক রোড থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এলাকার মহাসড়ক। ঈদের ছুটি এখানও শুরু না হলেও গত মঙ্গলবার রাত থেকে বুধবার দিনভর টাঙ্গাইলের এলেঙ্গা মোড় থেকে যমুনা সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত যানজটে দীর্ঘ সময় আটকা ছিল যানবাহন।

পুলিশ বলেছে, মহাসড়কে যানজট মোকাবিলায় বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। ভ্রাম্যমাণ টহল বাড়ানো, অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন, গুরুত্বপূর্ণ স্থানে হাইওয়ে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হবে। 

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, কাল শুক্রবার থেকে তারা বিশেষ টহল শুরু করবে। হাটিকুমরুল মোড়ে তারা সজাগ দৃষ্টি রাখবে। 
এ ঈদে সড়কের উভয় পাশে যানবাহন চলবে। একদিকে যেমন যাত্রী নিয়ে গাড়ি বের হবে, অন্যদিকে পশু নিয়ে ট্রাক রাজধানীর উদ্দেশে যাবে। ফলে স্বাভাবিকভাবেই সড়কগুলো আগের চেয়ে বেশি ব্যস্ত থাকবে। এতে যানজটের মাত্রা বাড়বে। 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, পশুবাহী গাড়ির কারণে সড়কে গতি কমতে পারে। সড়কের পাশের হাট যেন মূল সড়কে চলে না আসে, সেদিকে সংশ্লিষ্টদের দৃষ্টি রাখার অনুরোধ জানিয়েছি। 

পশুর হাটে হাসিল সন্ত্রাস 

বগুড়ায় চড়া দামে হাটবাজার ইজারা নেওয়ার প্রভাব পড়েছে পশুরহাটে। অতিরিক্ত হাসিলের পাশাপাশি ক্রেতা-বিক্রেতা দুই পক্ষের কাছ থেকে হাসিল নেওয়া হচ্ছে। বগুড়ায় এবার অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

নন্দীগ্রামের ওমরপুরহাটেও মঙ্গলবার দ্বিগুণ হাসিল নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেখানেও ক্রেতা-বিক্রেতাকে হাসিল দিতে হয়েছে। হাটের ইজারাদার কানাই লাল ময়না অভিযোগ অস্বীকার করে বলেন, শুধু পশু ক্রেতার কাছ থেকে হাসিল নেওয়া হয়।  

জেলা প্রশাসন সূত্র জানায়, হাসিলের সরকারি দর এবার নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা দামের গরুর ক্ষেত্রে ৫০০ টাকা। এর ওপরের জন্য ৬০০ টাকা। ছাগল ১৫০ টাকা।

বগুড়ার জেলা প্রশসক সাইফুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত হাসিলের বেশি নেওয়া যাবে না। বিক্রেতা হাসিলের আওতায় পড়ে না। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান মাঠে পশুর হাট বসানো বেআইনি। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×