ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রোহিঙ্গা ক্যাম্প থেকে রাইফেলসহ আরসার গান কমান্ডার গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্প থেকে রাইফেলসহ আরসার গান কমান্ডার গ্রেপ্তার

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) গান গ্রুপ কমান্ডার মো. জাকারিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৪ | ২১:৫৭

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে রাইফেলসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) গান গ্রুপ কমান্ডার মো. জাকারিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়। পরে জাকারিয়ার কাছ থেকে মিয়ানমার আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত একটি জি-৩ রাইফেল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আজ শুক্রবার এ নিয়ে কক্সবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাজব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাম্পের নির্দিষ্ট একটি ঘরে অভিযান চালানো হয়। র্যা বের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ক্যাম্পের এফ-১৭ ব্লকের প্রয়াত আলী জোহরের ছেলে। তাঁর দেওয়া তথ্যে পরে রাইফেল ও গুলি উদ্ধার করা হয়। 

জাকারিয়াকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাবের এ কর্মকর্তা জানান, ২০১৭ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে ১০ নম্বর ক্যাম্পে বসবাস শুরু করে জাকারিয়ার পরিবার। পরে আরসার শীর্ষ কমান্ডার আতাউল্লাহ আবু আম্মার জুনুনির মাধ্যমে সংগঠনটিতে যোগ দেন তিনি। প্রথম দিকে আরসার সোর্স এবং পরবর্তী সময়ে গান গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে কাজ করেন। ২০২৩ সালের শেষে ক্যাম্প-১০-এর ব্লক এফ ১৭-এর কমান্ডার হন। গান গ্রুপ কমান্ডার হিসেবে বিভিন্ন কিলিং মিশন ও অপরাধমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন জাকারিয়া। অস্ত্র চালনায় দক্ষ হওয়ায় রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা, মারামারি, অপহরণসহ বিভিন্ন নাশকতামূলক কাজে তাঁকে ডাকা হতো। 

জাকারিয়ার বিরুদ্ধে কক্সবাজারের উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে। দু’বার কারাভোগও করেছেন।

আরও পড়ুন

×