ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নিখোঁজের একদিন পর পুকুরে কলেজছাত্রীর মরদেহ

নিখোঁজের একদিন পর পুকুরে কলেজছাত্রীর মরদেহ

বাড়ির পাশের পুকুর থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সমকাল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৪ | ১৬:০৩

পঞ্চগড়ে শাহিদা বেগম (১৯) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের পরদিন শনিবার বাড়ির পাশের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। শাহিদা উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া গ্রামের হারুনের মেয়ে। তিনি জেলা শহরের হাজী সফির উদ্দীন গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল থেকে শাহিদা নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ১২টার দিকে স্থানীয় ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে তার বাবা সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরদিন শনিবার সকালে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। ঘটনাটি রহস্যজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।

ইউপি সদস্য মারিফ প্রধান জানান, শুক্রবার রাতে মেয়েটির বাবা তাকে নিখোঁজের কথা জানান। তিনি থানায় জানানোর কথা বললে তাকে নিয়ে থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেন। সকালে শোনেন বাড়ির পাশের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দেখে মনে হয়েছে, মৃত্যু আগেই হতে পারে।

এ বিষয়ে সদর থানা পুলিশের ওসি প্রদিপ কুমার রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনও কোনো অভিযোগ বা কাউকে ধরা হয়নি। অভিযোগ না থাকলেও তদন্ত করে এবং ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×