জমি নিয়ে বিরোধ
সালিশে বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা

ছবি: প্রতীকী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ জুন ২০২৪ | ২২:৪৭
চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকে বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল খালেক ওরফে টিংকু তেররশিয়া গ্রামের তবজুল হকের ছেলে। এ সময় তবজুল ও তাঁর আরেক ছেলে আবদুল মালেককে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। পরে পুলিশ দু’জনকে আটক করেছে।
আহত তবজুল হক জানান, জমি নিয়ে ভাই মন্টু ও আত্মীয়স্বজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মীমাংসা করতে গতকাল বিকেলে নিজের বাড়ির সামনে সালিশ ডাকেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা। সালিশ চলাকালে মন্টু, মামুন, সুমন, আজিম হঠাৎ দা ও হাঁসুয়া নিয়ে হামলা চালায়। তারা চোখের সামনে তাঁর ছেলেকে কুপিয়ে হত্যা করে। তাঁকে বাঁচাতে গিয়ে ছোট ছেলে ও তিনি আহত হন।
পরে স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য একই হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইসলামপুর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান আখতারুল ইসলামের স্ত্রী সুলতানা পারভীন সমকালকে বলেন, দুই ভাইয়ের বিরোধ মেটাতে আগেও একাধিকবার সালিশ হয়েছে। বৃহস্পতিবার আবারও সালিশের সময় আসরের আজান হলে মাতবররা নামাজে যান। এ সময় উভয় পক্ষের লোকজন তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ হামলা চালালে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা দু’জনকে ধরে পুলিশে দেন।
বর্তমান ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনের মামা আলাউদ্দিন বলেন, মন্টু ও তবজুলকে নিয়ে আমরা ৬-৭ জন সালিশে বসি। আসরের নামাজে গেলে তারা সংঘাতে জড়িয়ে পড়েন। নামাজ শেষে বের হয়ে পরিবেশ অশান্ত দেখে আমরা ঘটনাস্থল ত্যাগ করি। বাড়ি পৌঁছে জানতে পারি তবজুলের ছেলে খুন হয়েছে।
সদর মডেল থানার এসআই আজিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে হত্যায় জড়িত সন্দেহে আজিম ও আলো নামে দু’জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
- বিষয় :
- চাঁপাইনবাবগঞ্জ
- হত্যা
- বাবা-ছেলে
- সালিশ