ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কুমিল্লা

খুন্তির ছ্যাঁকায় ক্ষতবিক্ষত গৃহবধূ, ভাশুর ও দুই জা গ্রেপ্তার

খুন্তির ছ্যাঁকায় ক্ষতবিক্ষত গৃহবধূ, ভাশুর ও দুই জা গ্রেপ্তার

গ্রেপ্তার তিনজন। ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৪ | ০৪:২৬

কুমিল্লায় পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নূরজাহান বেগম নামে এক গৃহবধূকে গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন অংশে ছ্যাঁকা দিয়ে নির্যাতন করেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামে গত বুধবার রাতে নির্যাতনের এ ঘটনা ঘটে। দুই সন্তানের মা নূরজাহানকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল নির্যাতিতার বাবা জয়নাল আবেদীন কোতোয়ালি থানায় মামলা করেন। পরে পুলিশ নূরজাহানের ভাশুর আলী আশ্রাফ, দুই জা শাহীনুর বেগম ও লাইলি বেগমকে গ্রেপ্তার করেছে। আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, স্বামী খোরশেদ আলম ও শ্বশুরবাড়ির লোকজন অনেক দিন ধরেই নূরজাহানকে পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিচ্ছিল। এ নিয়ে বুধবার রাতে খোরশেদের সঙ্গে নূরজাহানের ঝগড়া হয়। এ সময় খোরশেদ, তার বড় ভাই ও দুই ভাবি মিলে নূরজাহানকে হাত-পা বেঁধে মারধর করে। এক পর্যায়ে তারা গরম খুন্তি দিয়ে নূরজাহানের শরীরের স্পর্শকাতর বিভিন্ন অংশে ছ্যাঁকা দেয়। গতকাল সকালে স্থানীয়রা গুরুতর আহত নূরজাহানকে কুমেক হাসপাতালে নিয়ে যান। নূরজাহানের বাবা এ ঘটনায় খোরশেদ আলমসহ তার পরিবারের ছয়জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।

নূরজাহানের বাবা জয়নাল আবেদীন বলেন, শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য দীর্ঘদিন ধরে আমার মেয়েকে হুমকি দিয়ে আসছিল। আমি এর আগে কয়েকবার তাদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করি। কিন্তু তারা সমাধান না মেনে আমার মেয়েকে নির্যাতন করল।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন জানান, শারীরিক নির্যাতনের শিকার ওই নারীর বক্তব্য রেকর্ড করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন অংশে ছ্যাঁকা দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে ওই নারীর স্বামীসহ বাকি আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

আরও পড়ুন

×