পুত্র-পুত্রবধূর বিরুদ্ধে হত্যা মামলা বাবার

ফাইল ছবি
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২৪ | ০৮:৪৪ | আপডেট: ২২ জুন ২০২৪ | ১১:১৮
কুমিল্লার তিতাসে মাকে হত্যার অভিযোগে পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। শুক্রবার তাঁর পুত্র নবীর হোসেন ও পুত্রবধূ রুমা আক্তারের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। মামলাটি করেছেন সাতানী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের নিহত মঞ্জুরা বেগমের স্বামী শান্তি মিয়া।
মঙ্গলবার রাত ৯টার দিকে বাদীর বসতঘরে ছেলের আঘাতে মায়ের মৃত্যু– এমন তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরদিন সাংবাদিকদের বিভ্রান্তিকর তথ্য দেন শান্তি মিয়া ও তাঁর তিন মেয়ে, যা নিয়ে ফেসবুকে সমালোচনা শুরু হয়। অবশেষে শুক্রবার স্ত্রী মঞ্জুরা বেগমকে (৫৫) হত্যার অভিযোগে পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে হত্যা মামলা করেন শান্তি মিয়া।
জানা গেছে, শান্তি মিয়ার দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। তাদের মধ্যে বড় ছেলে নবীর হোসেন ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন। ছোট ছেলে বাবুল হোসেন বাহরাইন প্রবাসী। আর তিন মেয়ে আশপাশের এলাকায় স্বামীর বাড়িতে বসবাস করছেন। শান্তি মিয়া ও তাঁর স্ত্রী মঞ্জুরা বেগম ছোট ছেলের উপার্জন দিয়ে দিনাতিপাত করতেন। এবার ঈদে শান্তি মিয়া কোরবানি দিতে পারেননি। তাই মহল্লার লোকজন তাদের মাংস দেয়। এই মাংস নেওয়ায় রাতে মা-বাবার ঘরে ঢুকে তর্কে জড়িয়ে পড়েন নবীর হোসেন। এক পর্যায়ে তাঁর মা মঞ্জুরা বেগমকে মারধর করেন। এতে মঞ্জুরা বেগম আহত হলে রাত সাড়ে ১০টার দিকে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে লাশ নিয়ে বাড়িতে যান তারা। রাত ১টার দিকে খবর পেয়ে লাশটি থানায় নিয়ে যায় পুলিশ। এর মধ্যেই ফেসবুকে ছড়িয়ে পড়ে ‘ছেলের হাতে মা খুনের’ তথ্য। আত্মগোপনে চলে যান অভিযুক্ত নবীর হোসেন।
বাদী শান্তি মিয়া বলেন, ‘ছেলের চেয়ার ও কিল-ঘুসির আঘাতেই আমার স্ত্রীর মৃত্যু হয়েছে।’ বিভ্রান্তিকর তথ্য দেওয়া সম্পর্কে তিনি বলেন, ‘আমার স্ত্রীকে ময়নাতদন্ত করবে বলে আমি মিথ্যা দিয়েছিলাম।’
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাশ বলেন, মঞ্জুরা বেগমের শরীরে কোনো আঘাতে চিহ্ন দেখতে পাইনি। লাশ উদ্ধারের সময় মারধরের কথাও জানায়নি পরিবারটি। অবশেষে দু’জনকে আসামি করে মামলা করেছেন শান্তি মিয়া। তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- মামলা
- হত্যা
- বাঞ্ছারামপুর