ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সুন্দরগঞ্জে মুক্তধারা গণগ্রন্থাগারের যাত্রা শুরু

সুন্দরগঞ্জে মুক্তধারা গণগ্রন্থাগারের যাত্রা শুরু

শুক্রবার মুক্তধারা গণগ্রস্থাগারের উদ্বোধন করা হয়। ছবি: সমকাল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৪ | ১৬:০৮

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মুক্তধারা গণগ্রস্থাগারের উদ্বোধন করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় সরকারের উদ্যোগে শুক্রবার বিকেলে পৌরশহরের তারাপুর সড়কের পাশে অস্থায়ী কার্যালয়ে ঘরোয়া পরিবেশে গ্রস্থাগারের উদ্বোধন করা হয়। 

উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন লেখক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ মিয়া। ছড়াকার কঙ্কন সরকারের সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশ নেন লেখক হাসান রোকন, ফয়সাল সাকিদার, অরবিন্দু কুমার মোদক, নাজমুজ সাকিব, তপন কুমার পাটোয়ারী, রুহিনী কান্ত বর্মন, গোলাম ফারুক জয়, আরিফুর রহমান আরিফ, ফটিক বর্মন, আমিনুল এহসান, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ মান্নান আকন্দ, উপজেলা কমিউনিস্ট পাটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপলু প্রমুখ। 

আরও পড়ুন

×