ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বড়পুকুরিয়া কয়লাখনিতে ছাদ ধসে নিহত ২

বড়পুকুরিয়া কয়লাখনিতে ছাদ ধসে নিহত ২

ফাইল ছবি

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ০৮:৩৫

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুইজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে।

নিহতরা হলেন- প্রশান্ত রায় (১৭) ও আকাশ (৩৬)। প্রশান্তের বাড়ি পার্বতীপুর উপজেলার চৌহাটি গ্রামে। বর্ণমালা স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র তিনি। আকাশের বাড়ি ফুলবাড়ি উপজেলার মালিপাড়া গুচ্ছ গ্রামে। 

শ্রমিক সুদেব কুমার জানান, ছাদ ঢালাইয়ের কাজে বিরামপুর উপজেলার ৭০ জন শ্রমিক নিয়োজিত ছিল। ভবনের এক তৃতীয়াংশ ঢালাই হওয়ার পর পরই বিকেল সাড়ে ৪টার দিকে আকস্মিকভাবে পুরো অংশ ধসে পড়ে। এ সময় প্রশান্ত রায় ও আকাশসহ ছাদের উপরে ও নিচে কর্মরত ৯ শ্রমিক চাপা পড়ে। 

তিনি আরও বলেন, ভবনের সাটারিং লোহার পাইপের পরিবর্তে জোড়া লাগানো বাাঁশ দিয়ে করা হয়েছিল। তাছাড়া ঢালাই কাজ ৬ অনুপাত ১ হিসেবে করা হচ্ছিল। এ কারণে সাটারিং ভেঙে এ দুর্ঘটনা ঘটেছে।

পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (প্রশাসন) মোস্তফা কামাল বলেন, প্রশান্ত রায় ও আকাশ ছাদের নিচে চাপা পড়ে নিহত হয়। তাদের উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।

আরও পড়ুন

×