বড়লেখায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল, আশ্রয়কেন্দ্রে বাড়ছে মানুষ

বড়লেখায় পানিবন্দি লাখো মানুষ। ছবি: সমকাল
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২৪ | ১৮:৪৫
মৌলভীবাজারের বড়লেখায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম। এদিকে আশ্রয়কেন্দ্রগুলোতে বানভাসি মানুষের সংখ্যা বেড়েছে।
বড়লেখা উপজেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, উপজেলার ৩৩টি আশ্রয়কেন্দ্রে সাড়ে চারশ পরিবার উঠেছে। এসব কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও চাল বিতরণ করা হচ্ছে। এছাড়া বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত আছে। অন্যদিকে আশ্রয়কেন্দ্রে থাকা লোকজন বলছেন, যে খাবার দেওয়া হয়েছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
সম্প্রতি ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এতে তলিয়ে যায় বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলের মাঠ। পানিবন্দি হয়ে পড়েন প্রায় লাখো মানুষ। ঘরে পানি ঢুকে যাওয়ায় অনেকেই ছুটছেন আশ্রয়কেন্দ্রে। কেউ আবার আত্মীয়-স্বজনের বাড়িতে উঠেছেন।
ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়, আজিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাকালুকি উচ্চ বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রে থাকা কয়েকজন জানান, প্রশাসনের পক্ষ থেকে তাদের শুকনো খাবার ও ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। কিন্তু তাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি। যে খাবার দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় কম। পানি থাকায় কোনো ধরনের কাজও তারা করতে পারছেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম জানান, বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতি উন্নতি হবে বলে মনে হচ্ছে। আশ্রয়কেন্দ্রগুলোতে আরও কয়েকটি পরিবার উঠেছে। এসব কেন্দ্রে সাড়ে চারশ পরিবার আছে। তাদের শুকনো খাবারের পাশাপাশি চাল, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন দেওয়া হচ্ছে। সার্বক্ষণিক পানিবন্দি মানুষের খোঁজখবর নেওয়া হচ্ছে।