যমুনায় পানি কমছে

ফাইল ছবি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৪ | ১৭:০৮ | আপডেট: ২৩ জুন ২০২৪ | ১৭:৩৩
টানা ভারী বৃষ্টি এবং উজানের ঢলে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির মধ্যে যমুনা নদীতে পানি বৃদ্ধির হার কমতে শুরু করেছে। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ ‘হার্ডপয়েন্ট’ এলাকায় রোববার ভোর ৬টায় পাউবোর পানি পরিমাপক যন্ত্রে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় পানির উচ্চতা ৮ সেন্টিমিটার কমেছে।
সিরাজগঞ্জে পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার বলেন, রোববার ভোর ৬টায় যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমার (১২ দশমিক ৯০ মিটার) ৯০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আর সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার (বিপদ সীমা ১৪ দশমিক ৮০ মিটার) ১১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, যমুনায় আপাতত পানি বৃদ্ধির সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন নদীর পানি কমা অব্যাহত থাকবে বলে পূর্বাভাস রয়েছে।
- বিষয় :
- যমুনা নদী
- বন্যা
- পানি
- বন্যার পানি