ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সিলেটে বৃষ্টি, পানি ভাটা থমকে গেছে

সিলেটে বৃষ্টি, পানি ভাটা থমকে গেছে

ছবি: ফাইল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৪ জুন ২০২৪ | ১৮:৩২

সিলেটে গত তিন দিন বৃষ্টি না হওয়া কিংবা সামান্য বৃষ্টিপাত হলেও প্রতি ঘণ্টায় ১ সেন্টিমিটার করে পানি কমতে শুরু করেছিল। সুরমা, কুশিয়ারা নদীসহ অন্যান্য নদীর সবকটি পয়েন্টেই পানি কমতে থাকে। 

তিন দিনে ৪০ থেকে ৫৫ সেন্টিমিটার পর্যন্ত পানি কমে। কিন্তু আজ সোমবার সকালে সিলেটে বৃষ্টিপাতের কারণে থমকে গেছে বিভিন্ন পয়েন্টের পানি প্রবাহ। কোথাও পানি কমা অপরিবর্তিত রয়েছে, আবারও কোথাও বৃদ্ধি পেয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে। 

সিলেটের আবহাওয়াবিদ সজীব হোসাইন সমকালকে জানিয়েছেন, গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ৪ দশমিক ১ মিলিমিটার রেকর্ড করা হয়। তবে আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ৫১ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। 

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, এখনও সুরমা ও কুশিয়ারা নদীর চার পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে সকালে বিপৎসীমার ২০ সেন্টিমিটার, দুপুরে ১৯ ও বিকেল ৩টায় একই অবস্থানে পানি উপর দিয়ে প্রবাহিত হয়। 

তবে সুরমা সিলেট পয়েন্টে সকাল ও দুপুরে ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও বিকেল ৩টায় ২৯ সেন্টিমিটারে গিয়ে দাঁড়ায়। এ ছাড়া কুশিয়ারা নদীর আমলসিদ পয়েন্টে সকালে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। বিকেল ৩টায় পানি বেড়ে ৩৭ সেন্টিমিটারে গিয়ে দাঁড়ায়। কুশিয়ারা ফেঞ্চুগঞ্জ পয়েন্টে সারাদিনই বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

আবহাওয়া অফিস শনিবার জানিয়েছিল, সিলেটে ২৮ জুন থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আজ সোমবার থেকে আবার বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ সকালে বৃষ্টি হলেও দুপুর থেকে বিকেল পর্যন্ত রোদ ছিল সিলেটে।

আরও পড়ুন

×