ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

কলমাকান্দায় দুই কোটি টাকার ভারতীয় চিনি জব্দ

কলমাকান্দায় দুই কোটি টাকার ভারতীয় চিনি জব্দ

কলমাকান্দায় দেড় কোটি টাকার ভারতীয় চিনি জব্দ করেছে টাস্কফোর্স

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৪ | ০৯:০০ | আপডেট: ২৭ জুন ২০২৪ | ০৯:৩১

নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ পথে আসা ২ কোটি ২০ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ করেছে টাস্কফোর্স। বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়। 
সকাল থেকে চোরাচালান বিরোধী এ অভিযানে টাস্কফোর্সের প্রধান সমন্বয়কের ভূমিকায় ছিলেন কলমাকান্দার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম। ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুর রহমানের নির্দেশনায় নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. আউয়াল হোসেন। এছাড়া বিজিবি  ও পুলিশ বাহিনীর সদস্যার এতে অংশ নেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দার লেংগুরা ও খারনৈ ইউনিয়ন সীমান্তের চেংগ্নী, বলমাঠ, কুড়াখালি, কচুগড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৬৪ বস্তা চিনি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। চোরাচালানের মাধ্যমে আনা এসব চিনি নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম। 


 

আরও পড়ুন

×