ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কোমল পানীয় ভেবে বিষপানে দুই শিশু অসুস্থ

কোমল পানীয় ভেবে বিষপানে দুই শিশু অসুস্থ

ফাইল ছবি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৪ | ১৫:০৬

খোকসায় কোমল পানীয় ভেবে আগাছা নাশক পান করে দুই শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাদের বাড়ি রাজবাড়ী জেলার পাংশার শিউর গ্রামে। অসুস্থ সাকা দিনু মিয়া ও হোসাইন জহুরুল মিয়ার ছেলে।

বৃহস্পতিবার সকালে শিশু হোসাইনের (৪) বাবা জহুরুল জমির আগাছা পরিস্কার করতে এক বোতল তরল আগাছা নাশক কিনে এনে বারান্দার এক কোনে রেখে দেন। কোমল পানীয় ভেবে সেই বোতল খুলে পান করে হোসাইন ও প্রতিবেশী আরেক শিশু সাকা (৪)। স্বজনরা টের পেয়ে তাদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবির হোসেন সোহাগ জানান, দুই শিশু এখন শঙ্কামুক্ত। তবে তাদের কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

আরও পড়ুন

×