জয়পুরহাট ট্রাকের চাপায় প্রাণ গেল ২ বান্ধবীর

মরদেহ বাড়িতে নিয়ে আসলে দেখতে ভিড় করে স্থানীয়রা। ছবি: সমকাল
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৪ | ১৬:৩৫ | আপডেট: ২৭ জুন ২০২৪ | ১৬:৪৯
জয়পুরহাট সদর উপজেলার মঙ্গলবাড়ি এলাকায় মালবোঝাই ট্রাকের চাঁপায় জুঁথি ও মরিয়ম নেছা নামের দুই বান্ধবীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জয়পুরহাট-ধামুইরহাট সড়কের সদর উপজেলার মঙ্গলবাড়ি সরকারি ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা জয়পুরহাট সদর উপজেলার ঈম্বরপুর গ্রামের এনতাদুল হকের মেয়ে এনজিওকর্মী জুথি সুলতানা (২২) এবং একই উপজেলার ইছুয়া খাত্তা গ্রামের শাকিল হোসেনের স্ত্রী মরিয়ম (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সকালে জয়পুরহাট ডিএমএসের মঙ্গলবারী শাখার হিসাব রক্ষক জুঁথি তার নিজের মোটরসাইকেল নিয়ে বান্ধবী মরিয়মকে জয়পুরহাট স্টেশনে ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য রওনা দেন। পথে মঙ্গলবারী মেমোরিয়াল ডিগ্রী কলেজের মূল ফটকের সামনে মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলেই বিথি এবং জয়পুরহাট ২৫০ শয্যার হাসপাতালে নেওয়ার পর মরিয়মের মৃত্যু হয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, সকালে মঙ্গলবারী সরকারি কলেজের সামনে ট্রাকের চাপায় মোটরসাইকেলযোগে যাওয়া দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক জব্দ করা হলেও চালক ও তার সহকারি পালিয়ে গেছে। এখন পর্যন্ত নিহতের কোনো পরিবারের পক্ষে অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- জয়পুরহাট
- সড়ক দুর্ঘটনা
- ট্রাকের চাপায় নিহত