ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নিখোঁজ দুই শিশুর লাশ মিলল পুকুরে 

নিখোঁজ দুই শিশুর লাশ মিলল পুকুরে 

ফাইল ছবি

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৪ | ১৩:০৪ | আপডেট: ২৮ জুন ২০২৪ | ১৩:১৫

চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজ দুই শিশুর লাশ মিলল পুকুরে। তারা হলো– ওমর ফারুক (৫) ও জিহাদ হোসেন মানিক (৬)। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর ইউনিয়নের সুহিলপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
ওমর ফারুক সুহিলপুরের হাওলাদার বাড়ির শাহ পরানের এবং জিহাদ হোসেন মানিক একই বাড়ির জুয়েলের ছেলে।
স্বজনরা জানায়, ওমর ফারুকের বাবা শাহ পরান দুই শিশুকে দোকান থেকে চিপস কিনে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু তারা বাড়ি ফিরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান না পেয়ে বাড়ির পাশের পুকুরে জাল ফেলে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক গুপীনাথ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×