ফরিদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

ফরিদপুর সদর উপজেলার নবনির্বাচিত প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এমপি এ. কে. আজাদ। ছবি-সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৮ জুন ২০২৪ | ১৩:১১ | আপডেট: ২৮ জুন ২০২৪ | ১৫:০৬
বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে ফরিদপুর সদর উপজেলায় প্রস্তুতিসভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ. কে. আজাদ।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এ. কে. আজাদ বলেন, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ তৃণমূলের সরকার। স্থানীয় সরকারের যত প্রতিষ্ঠান আছে তার মধ্যে এ দুটি প্রতিষ্ঠান বিশেষ গুরুত্বপূর্ণ, এর সঙ্গে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সরাসরি সম্পৃক্ততা। বর্তমান সরকার চায়, উপজেলা ও ইউনিয়নের আয় বৃদ্ধি করে তাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে, হতে হবে শক্তিশালী।
এ সময় তিনি আসন্ন বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠানের জন্য আর্থিক অনুদান দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার সহকর্মীদের অবদানের জন্য তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সভা শেষে ফরিদপুর সদরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান ইমান আলী মোল্লা ও মাসুদা বেগম বুলুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এমপি এ. কে. আজাদ।