এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অশ্লীলতা, ভিডিও ভাইরাল

ফাইল ছবি
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২৪ | ০২:১৭
নারায়ণগঞ্জের আড়াইহাজারের এক কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে বহিরাগতদের অশ্লীল নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।
শনিবার হাজী বেলায়েত হোসেন কলেজের ওই অনুষ্ঠানের ভিডিও এম কে তানজিট নামে এক বহিরাগত শিক্ষার্থী তাঁর ফেসবুকে আপলোড করলে তা ভাইরাল হয়। শুরু হয় ব্যাপক সমালোচনা। এর আগে বৃহস্পতিবার কলেজের মাঠে সাদা রঙের টিশার্ট পরে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে পরীক্ষার্থীরা। এক পর্যায়ে রং মেখে একজন আরেকজনের টিশার্টে লিখে দিতে থাকে অশ্লীল সব শব্দ।
ভিডিওটি দেখে জামাল ভূঁইয়া নামের এক ফেসবুক ব্যবহারকারী কমেন্টে লেখেন, ‘যত্তসব ফালতু কাজকাম! আগে দেখতাম মানুষ পরীক্ষা দেওয়ার আগে দোয়া নিতে নিতেই অন্য কাজ করার সময় পায় না। আর তারা বেহায়াপনার মাধ্যমে নিজেদের ভণ্ডামি প্রকাশ করছে।’
সাজ্জাদ ফরিদ কমেন্টে লেখেন, ‘...এটা কি কোনো বিদায় অনুষ্ঠান, নাকি যাত্রা দলের কোনো শুটিং স্পট।’
রায়হান লেখেন, ‘প্রথমে মনে করছিলাম বিয়েবাড়ি, পরে ক্যাপশন পড়ে আমি তো অবাক।’
আমজাত হোসেন নামে প্রাক্তন এক শিক্ষার্থী তাঁর কমেন্টে লেখেন, ‘প্রাক্তন শিক্ষার্থী হিসেবে মেনে নিতে কষ্ট হচ্ছে। কলেজ কর্তৃপক্ষের কি কিছুই করার নাই? এই ছিল কলেজের ভাগ্যে...।’
হারুন অর রশিদ হিমেল তাঁর কমেন্টে লেখেন, ‘এটা চরম অশ্লীলতা, সীমাহীন দৃষ্টতা, নির্লজ্জ নোংরামি। একটা কলেজের বিদায় অনুষ্ঠান এতটা নোংরা হয় কী করে? কলেজ কর্তৃপক্ষ এই নোংরামির অনুমতি দেয় কী করে?... এটা মেনে নেওয়া যায় না, কিছুতেই নয়।’
এ ব্যাপারে বক্তব্য নিতে কলেজের অধ্যক্ষ আব্দুস সালামের মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।
ইউএনও ইশতিয়াক আহমেদ জানান, বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছেন। কোনো শিক্ষক বা কলেজ-সংশ্লিষ্ট কেউ জড়িত থাকলে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আগামীতে এ ঘটনার পুনরাবৃত্তি রোধে, এ অবক্ষয় রোধে স্কুল থেকে কলেজ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে অভিভাবক সমাবেশ করা হবে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- এসএসসি
- শ্লীলতাহানি
- ভিডিও ফাঁস