কারাগার থেকে আলিম পরীক্ষা দিচ্ছেন এক শিক্ষার্থী

জয়পুরহাট জেলা কারাগার। ছবি-সমকাল
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২৪ | ২০:০০
জয়পুরহাট জেলা কারাগার থেকে উচ্চ মাধ্যমিক ও সমমান (আলিম) পরীক্ষা দিচ্ছেন এক শিক্ষার্থী। তিনি মাদক মামলার আসামি।
রোববার সারাদেশে শুরু হওয়া এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় আদালতের নির্দেশে বিশেষ ব্যবস্থায় কারাগার থেকেই পরীক্ষায় অংশ নেন ওই শিক্ষার্থী।
এসব তথ্য নিশ্চিত করে জেল সুপার রীতেশ চাকমা জানান, গত এক মাস আগে মাদক মামলার আসামি হয়ে ওই শিক্ষার্থী আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে আসেন। তিনি চলতি উচ্চ মাধ্যমিক ও সমমান (আলিম) পরীক্ষার পরীক্ষার্থী। পরে ওই শিক্ষার্থী কারাগার থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দেওয়ার জন্য তার আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট আদালতে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে আদালত কারাগার থেকে আলিম পরীক্ষা নেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
তিনি আরও জানান, পরীক্ষার আগে ওই শিক্ষার্থীকে কারাগারে পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়। তিনি কারাগারে আলিম পরীক্ষার প্রস্তুতিও নেন। বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী প্রথমদিনে কোরআন মাজিদ পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি। এসময় নির্ধারিত কেন্দ্র থেকে একজন কক্ষ পরিদর্শকসহ প্রশ্নপত্র ও খাতা সরবরাহ করা হয়। পরীক্ষাকালীন সময়ে কারাগারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও সহযোগিতা প্রদান করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব বলেন, জেলায় এবার ২৫টি পরীক্ষা কেন্দ্রে ১০ হাজার ৭৭ জন পরীক্ষার্থী এইচএসসি/আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে কারাগার থেকেও এক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। আদালতের নির্দেশে কারাগারে ওই শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার সব ব্যবস্থা করা হয়েছে।
- বিষয় :
- কারাগার
- পরীক্ষা
- এইচএসসি
- মাদক মামলা