গ্রেপ্তার ফয়সালের আদিনিবাস ভারতে

এমপি আজীম
সমকাল প্রতিবেদক ও ফুলতলা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৪ | ০১:২২
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় সর্বশেষ গ্রেপ্তার দুই আসামিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার ফয়সাল আলি সাজী ও মোস্তাফিজুর রহমান ফকির থাকত খুলনার ফুলতলায়; তবে সাজীর আদিনিবাস ভারতে।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বলছে, হত্যার পর জিহাদ হাওলাদারসহ তারা দু’জন এমপি আজীমের শরীর টুকরো করার দায়িত্বে ছিল। তারা চরমপন্থি নেতা শিমুল ভূঁইয়ার ছত্রছায়ায় চলাফেরা করত।
খুলনার ফুলতলার আলকা গ্রামের বাসিন্দারা জানান, আলকা গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়িতে ভাড়া থাকে ফয়সালের পরিবার। একসময় ফয়সাল ভ্যান চালালেও পরে ট্রাক চালায়। শিমুল ভূঁইয়ার আশীর্বাদপুষ্ট হওয়ায় তিন বছর ধরে খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের ফুলতলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে সে।
ফয়সালের বাবা আলাউদ্দিন সাজী জানান, তার দুই ছেলে অনেক ভদ্র ও ভালো। তাদের বিরুদ্ধে এলাকায় কারোর কোনো অভিযোগ নেই। গত মাসে উপজেলা নির্বাচনের সময় থেকে ফয়সালের খোঁজখবর নেই। তবে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে লোকজনে বলাবলি করছে। তিনি জানান, দীর্ঘদিন তারা ফুলতলায় বাস করলেও তাদের আদিনিবাস ভারতে।
অন্যদিকে, মোস্তাফিজুর রহমান ফকির ফুলতলার সদর ইউনিয়নের যোগিনী পাশা গ্রামের ইমান আলী ফকিরের ছেলে। ইমান আলী ফকির অবসরপ্রাপ্ত সেনাসদস্য।
স্থানীয় ইউপি সদস্য কবিতা খাতুন বলেন, মোস্তাফিজকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে দেখিনি। তবে তিন মাস আগে পাসপোর্ট তৈরির জন্য তাড়াহুড়া করে অনলাইনে জন্মনিবন্ধন করতে আমার অফিসে আসে।
মোস্তাফিজের মা দোলেনা বেগম বলেন, মোস্তাফিজ নির্দিষ্ট কোনো কাজ করে না। দেড় মাস ধরে সে বাড়িতে আসে না। লোকমুখে শুনছি, তাকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে।
উল্লেখ্য, আক্তারুজ্জামান শাহীন কলকাতার সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাটে এমপি আজীম হত্যার সব আয়োজন করে ১০ মে ঢাকা চলে আসেন। ১৩ মে ওই ফ্ল্যাটে খুন হন আজীম। এর আগে ১২ মে ভারতে যান এমপি আজীম।
- বিষয় :
- আনোয়ারুল আজীম