ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সুবর্ণচরে ৬জন পেলেন সফল উদ্যোক্তা সম্মাননা 

সুবর্ণচরে ৬জন পেলেন সফল উদ্যোক্তা সম্মাননা 

সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ে সোমবার সফল উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হয়

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৪ | ১৩:০৯ | আপডেট: ০১ জুলাই ২০২৪ | ১৭:৩৬

নোয়াখালীর সুবর্ণচরে তিন ক্যাটাগরিতে ছয়জন উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার (১ জুলাই) বেলা ১১টার দিকে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে তাঁদের সম্মানতা দেওয়া হয়। এতে আর্থিক সহায়তা করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

সম্মাননাপ্রাপ্তরা হলেন, শেফালী বেগম, অজিবা খাতুন, মো.সাকিব, মো.সিরাজ, সাদেম আলী, বাবলু চন্দ্র কাঁহার। তাঁদের সনদপত্র, সম্মাননা ক্রেস্ট ও অর্থ সহায়তা দেওয়া হয়।
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুর আলম সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্তকর্তা ডা. ফখরুল ইসলাম, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার মাইক্রোফাইন্যান্স উপ-পরিচালক সামছুল হক, কৃষিবিদ শিবব্রত ভৌমিক প্রমুখ।  

আরও পড়ুন

×