ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আলোচিত মিতু হত্যা

দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তাকে ফের জেরা ২৪ জুলাই

দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তাকে ফের জেরা ২৪ জুলাই

ছবি-সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪ | ২২:৩৬

আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামানের জেরা অব্যাহত রয়েছে। বুধবারও চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে তৃতীয় দিনের মতো জেরা করা হয়। তবে শেষ করতে না পারায় আদালত ২৪ জুলাই ফের জেরার দিন ধার্য করেছেন। আসামিপক্ষের আইনজীবীরা এই তদন্ত কর্মকর্তাকে জেরা করে আসছেন। 

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলাল চন্দ্র দেবনাথ জানান, মিতু হত্যা মামলার দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা মো. কামরুজ্জামানের জেরা শেষ না হওয়ায় ২৪ জুলাই ফের জেরার জন্য ধার্য করেছেন আদালত। এখন পর্যন্ত এই মামলায় ৫১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মো. কামরুজ্জামানের জেরা শেষ হলে ৫২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হবে। 

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ জুন সকালে নগরের পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মাহমুদা খানম মিতুকে। স্ত্রীকে খুনের ঘটনায় তৎকালীন এসপি বাবুল আক্তার বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সাতজনকে আসামি করে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে। ১০ অক্টোবর আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। এই মামলায় প্রথম সাক্ষী হিসেবে মিতুর বাবা মোশাররফ হোসেন আদালতে সাক্ষ্য দেন।

আরও পড়ুন

×