গর্ত খুঁড়তেই বেরিয়ে এল ৪৪টি বিষধর সাপের বাচ্চা

পরিত্যাক্ত ঘরের মেঝে খুঁড়ে বের করা হয় গোখরা সাপ
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৪ | ১৮:৪৩ | আপডেট: ০৪ জুলাই ২০২৪ | ১৮:৫৫
কয়েকদিন ধরেই বাড়ির আশপাশে সাপের আনাগোনা দেখে সাপুড়েকে খবর দেওয়া হয়। তিনি এসে ঘরের গর্ত খোঁড়া শুরু করেন। একে একে বের হয়ে আসে ৪৪টি বিষধর গোখরা সাপের বাচ্চা।
বুধবার (৩জুলাই) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নতুনপাড়া গ্রামের আরিফ শেখের পরিত্যক্ত ঘর থেকে সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়েছে। এসময় আরও ৪৪টি ডিম উদ্ধার করা হয়।
আরিফ শেখ বলেন, সাপের আনাগোনা লক্ষ্য করে রাজবাড়ীর লিটন সাপুড়ে খবর দেন। তিনি এসে পরিত্যাক্ত ঘরের মেঝে খুঁড়ে একে একে গোখরা সাপের বাচ্চাগুলো বের করে আনেন। মা সাপটিকে পাওয়া যায়নি। একটি ঘরে একসঙ্গে ৪৪টি সাপের বাচ্চা উদ্ধারের ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কে আছে। কী করবেন ভেবে পাচ্ছেন না।
সাপুড়ে লিটন সরকার জানান, তার সহকারীকে নিয়ে পরিত্যাক্ত ঘরের মেঝে খুঁড়ে গোখরা সাপের বাচ্চাগুলো বের করেছেন। মা সাপটিকে ধরা সম্ভব হয়নি। তবে সাপের দুটি বড় আকারের ছলম (চামড়া) পাওয়া গেছে।
বেশ কিছুদিন ধরে গোয়ালন্দে রাসেলস ভাইপারসহ বিষধর সাপের উপদ্রব বেড়েছে। সাপের ভয়ে কৃষকরা ফসলের মাঠে কাজ করতে ভয় পাচ্ছেন। সাপ আতঙ্ক কাটাতে প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের মধ্যে বিনামূল্যে গামবুট বিতরন করা হয়েছে।
- বিষয় :
- সাপের বাচ্চা
- উদ্ধার
- রাজবাড়ী
- গোয়ালন্দ