ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ওপরে

সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ওপরে

বিপৎসীমার ওপরে যমুনার পানি। ছবি-সমকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪ | ১১:১৫ | আপডেট: ০৫ জুলাই ২০২৪ | ১৪:১১

সিরাজগঞ্জে যমুনা নদীর পানির সমতল বিপৎসীমার (১২ দশমিক ৯০ মিটার) ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার সকাল ৬টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড-পয়েন্ট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক দপ্তরের হিসাব অনুযায়ী গত ১২ ঘণ্টায় যমুনায় পানির সমতল ১৫ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে যমুনা নদীর পানির সমতল ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ‌

অপরদিকে, সিরাজগঞ্জ জেলার কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানির সমতল বিপৎসীমার (১৪ দশমিক ৮০ মিটার) ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাজিপুর উপজেলা পয়েন্টেও গত ১২ ঘণ্টায় যমুনায় পানির সমতল ১৫ সেন্টিমিটার পানি বেড়েছে।
 ‌
জেলার দুটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যমুনা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

সিরাজগঞ্জে পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, বন্যার পূর্বাভাস দপ্তরের তথ্য অনুযায়ী যমুনায় পানির সমতল আরও কয়েকদিন বেড়ে বিপৎসীমার ৬০ থেকে ৮০ সেন্টিমিটার ওপরে গেলেও পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা নেই।

অন্যদিকে, যমুনার পানি বাড়লেও সিরাজগঞ্জ জেলায় এখনও সেভাবে বন্যা পরিস্থিতির অবনতি হয়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। ‌তিনি বলেন, আসন্ন বন্যায় সিরাজগঞ্জের প্রতিটি উপজেলায় পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট প্রস্তুতি রয়েছে।

আরও পড়ুন

×