বাঘার বাবুল হত্যার প্রধান আসামি মেয়র আক্কাসসহ ৫ জন ঢাকায় গ্রেপ্তার

বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলী- ফাইল ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৫ জুলাই ২০২৪ | ২৩:৪৮
রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলার প্রধান আসামি বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার তাদের গ্রেপ্তার করে বাঘা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।
গত ২২ জুন বাঘায় নিজ দলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবুল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ জুন মারা যান।
এ ঘটনায় উপজেলা যুবলীগ নেতা শাহিনুল হক পিন্টু বাদী হয়ে ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন।
গত ২২ জুন বাঘার দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে বিক্ষোভ আয়োজন করেন আক্কাস আলী। এই সময় বাবুলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ মেয়র আক্কাস আলীর দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করে।
দুপক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ালে বাবুল সহ অন্তত ৩০ নেতাকর্মী আহত হন। গত ২৬ জুন রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবুল।