ছলিমপুরে বিভিন্ন প্রকল্প নেওয়ার পরিকল্পনা সিডিএর

সীতাকুণ্ডে বিভিন্ন প্রকল্পের জায়গা পরিদর্শনে সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
প্রকাশ: ০৭ জুলাই ২০২৪ | ১৯:৪৮ | আপডেট: ০৭ জুলাই ২০২৪ | ১৯:৫০
সীতাকুণ্ডের ছলিমপুরে সম্প্রতি উদ্ধার করা সরকারি জমিতে সিডিএ আবাসিক এলাকা আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নেওয়ার পরিকল্পনা করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গত শনিবার বিকেলে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ এস এম আল মামুনের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসন উন্নয়ন ও পরিকল্পনার কথা তুলে ধরেন সিডিএ চেয়ারম্যান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।
সিডিএ চেয়ারম্যান বলেন, ছলিমপুরে সম্প্রতি উচ্ছেদ করা জায়গায় একটি বহুতল কিচেন মার্কেট ভবন নির্মানের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া সিডিএ আবাসিক এলাকাকে আধুনিকায়নসহ ও এলাকার লেক পরিকল্পিতভাবে সাজানো হবে। লেকটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া নগরীর জলাবদ্ধতা নিরসনেও নানা পরিকল্পনার কথা জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ এস এম আল মামুন, সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাছান বিন শামস্, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওসমান, সীতাকুণ্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, সীতাকুণ্ড ইউএনও কে এম রফিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর জহুরুল আলম জসিম প্রমুখ।
- বিষয় :
- চট্টগ্রাম
- সীতাকুণ্ড
- উন্নয়ন কাজ