কোটা বিরোধী আন্দোলন
কুবি শিক্ষার্থীদের অবরোধে চার ঘণ্টা অচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আটকা পড়ে কয়েক হাজার যানবাহন। ছবি: সমকাল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৪ | ২১:০৮
সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে ফের ঢাকা চট্টগ্রাম-মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করে তারা। পরে রাত পৌনে ৮টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা এতে ফোর লেন মহাসড়কের উভয় পাশে প্রায় ৪০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে আটকা পড়ে কয়েক হাজার যানবাহন। এ সময় দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাধ্য হয়ে পায়ে হেঁটে অবরোধস্থল ত্যাগ করেন অনেকেই।
অবরোধ কর্মসূচিতে শিক্ষার্থীদের অনেকে তাদের শরীরে ‘সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘চাষার ছেলে চাষা কেন?’ লিখে প্রতিবাদ জানান। এছাড়া ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘আমার সোনার বাংলায়, বৈষ্যমের ঠাঁই নাই’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘মুক্তিযুদ্ধের মূল কথা, সুযোগের সমতা’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়। খবর পেয়ে জেলা-উপজেলা প্রশাসন ও কুবি প্রশাসনের কর্মকর্তারা, হাইওয়ে ও থানা পুলিশ মহাসড়কের অবরোধ এলাকায় এসে অবরোধ প্রত্যাহারের অনুরোধ করলেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যান।
এ বিষয়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাহাদাত তানভীর রাফি বলেন, সরকারি চাকরিতে কোটার বৈষম্য দূর করতে হবে এবং মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে।
বিকাল পাঁচটার দিকে স্টার লাইন পরিবহনের যাত্রী রমিজ উদ্দিন জানান, তিনি স্ত্রী ও ছেলে-মেয়েসহ ঢাকা থেকে রওয়ানা দিয়ে আলেখারচর এলাকায় এসে দুই ঘণ্টা আটকে থাকেন। গরমে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে।
ঢাকাগামী এস আলম পরিবহনের চালক আবু কাউছার বলেন, কোটা থাকবে কি থাকবে না, এটা রাষ্ট্রীয় বিষয়, এভাবে সড়ক অবরোধ করে হাজার হাজার যাত্রীদের কেন জিম্মি করা হচ্ছে?
হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, অবরোধের শুরু থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে হাইওয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার না করায় মহাসড়কে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে। তবে রাত ৮টার পর থেকে ধীরে ধীরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গত ৪ জুলাই চার দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় তিন ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করে কুবি শিক্ষার্থীরা। এদিন জেলাপ্রশাসক ও পুলিশ সুপার তাদের দাবিসমূহ প্রধানমন্ত্রী বরাবর পৌঁছে দেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়।