কামড় খেয়ে জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

আক্রান্ত কৃষক বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ছবি: সমকাল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৪ | ১৫:৪৯ | আপডেট: ০৮ জুলাই ২০২৪ | ১৬:০৫
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কামড় খাওয়ার পর এবার জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন মিলন আলী নামে এক কৃষক। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাপটি নিশ্চিত হয়ে তাকে চিকিৎসা দেন। বর্তমানে ওই কৃষক আশংকামুক্ত।
সোমবার দুপুরে উপজেলার পাকা ইউনিয়নের বোগলাউড়ি এলাকার একটি ধানক্ষেতে দংশনের ঘটনা ঘটে। আক্রান্ত কৃষক একই এলাকার তোবজুল হকের ছেলে। বর্তমানে তিনি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মিলন আলী জানান, সোমবার সকালে পদ্মা নদীর তীরবর্তী একটি জমিতে ধান কাটতে যান তিনি। ধান কাটা শেষে বোঝা বানিয়ে মাথায় নেন। এসময় পাশে রাখা শার্ট হাতে নিতে গেলে তার পায়ে দংশন করে একটি সাপ। তিনি চিৎকার করলে পাশে থাকা কৃষকরা এগিয়ে আসেন এবং তার পায়ে শক্ত করে তিনটি বাঁধন দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এ সময় তিনি ছোটভাইকে সাপটি ধরার নির্দেশ দেন। পরে জীবিত সাপটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাপের ধরন নিশ্চিত হয়ে চিকিৎসা দেন চিকিৎসকরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুন কবির বলেন, ‘আক্রান্ত ব্যক্তি একটি সাপের বাচ্চাসহ হাসপাতালে আসেন। তার পায়ের বিভিন্ন স্থানে শক্ত বাঁধন দেয়া ছিল। দ্রুত হাসপাতালে আসায় সাপের ধরন দেখে তাকে চিকিৎসা দেয়া সহজ হয়েছে। বর্তমানে তিনি আশংকামুক্ত। তবে আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।’
- বিষয় :
- চাঁপাইনবাবগঞ্জ
- রাসেলস ভাইপার
- সাপ