মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

চারঘাট উপজেলা সদরে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৪ | ২৩:৫৪
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রির অপরাধে রাজশাহীর চারঘাট উপজেলার তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন।
সোমবার উপজেলা সদরে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে বেশির ভাগ ফার্মেসি বন্ধ করে পালিয়ে যান মালিকরা। ঔষধ প্রশাসনের ড্রাগ সুপার মো. শরিফুল ইসলাম ও চারঘাট মডেল থানা পুলিশের সহযোগিতায় এ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রি, অ্যান্টিবায়োটিকের রেজিস্টার না মানাসহ বেশ কয়েকটি অপরাধের প্রমাণ পাণ ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফার্মেসি মালিক মোসাদ্দেক হোসেনকে পাঁচ হাজার, নাজমুল হককে পাঁচ হাজার ও সামিমুল আজমকে এক হাজার টাকা জরিমানা করা হয়। ১৫ দিন পর আবারও ফার্মেসিতে অভিযান চালিয়ে অনিয়ম পেলে কারাদণ্ড দিয়ে ফার্মেসি বন্ধ করা হবে বলে সতর্ক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন বলেন, একটি ফার্মেসির ৪০ শতাংশ ওষুধই মেয়াদোত্তীর্ণ পাওয়া গেছে। অন্য দুটি ফার্মেসিতেও বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। ওষুধ ও কসমেটিকস আইনে জরিমানা আদায় করা হয়েছে। জব্দ ওষুধ পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
- বিষয় :
- ভ্রাম্যমাণ আদালত
- অভিযান
- জরিমানা
- রাজশাহী
- চারঘাট