কোটা বাতিলের দাবিতে কিশোরগঞ্জে সড়ক অবরোধ

কোটাব্যবস্থা বাতিলের দাবিতে কিশোরগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি: সমকাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪ | ১৬:১৯
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে কিশোরগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে জেলা শহরের স্টেশন রোডে আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান গ্রহণ করেন।
এসময় তারা ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’ ইত্যাদি শ্লোগান দিতে থাকেন।
কোটাবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক সরকারি গরুদয়াল কলেজের ভূগোল বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র অভি চৌধুরী, আলতাফ হোসেন, ফয়সাল আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের ছাত্র মাশরাফি রহমান, বাপ্পী রহমান প্রমুখ নেতৃত্ব দেন। তারা বলেন, কোটা প্রথার রায় যতদিন বতিল না করা হবে, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে।