রংপুরে সেমিনার
রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

সাপে কামড় দিলে ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন বক্তারা। ছবি: সমকাল
রংপুর অফিস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪ | ১৬:৪৮ | আপডেট: ০৯ জুলাই ২০২৪ | ১৭:০২
রংপুরে রাসেলস ভাইপার সাপের কামড়ে করণীয় ও চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে এ সাপ নিয়ে আতঙ্কিত না হয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের আয়োজনে কলেজের লেকচার গ্যালারিতে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহ মো. সারোয়ার জাহানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইউনুস আলী প্রমুখ।
মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এএসএম রাহেনুর মন্ডল আপেলের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহফুজ উল আনোয়ার সামুয়েল।
এসময় বক্তারা বলেন, ‘দেশে রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে এ বিষয়ে জনসচেতনতা প্রয়োজন। এ সাপ হিংস্র প্রজাতির নয়। বর্ষাকালে কোন সাপ কামড় দিলে এবং আক্রান্ত স্থান ফুলে গেলে দ্রুত এন্টিভেনম নিতে হবে। দ্রুততম সময়ের মধ্যে রোগীকে হাসপাতালে ভর্তি করালে মৃত্যুঝুঁকি কমে যাবে।’ সাপের কামড়ের চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এন্টিভেনমের মজুদ রয়েছে বলেও জানান তারা।
এসময় কৃষকদের ক্ষেতে যাওয়ার সময় লাঠি ও গামবুট পরিধান, রাতের বেলায় লাইট ব্যবহার করা এবং ঘরের মেঝেতে না ঘুমানোসহ মশারী টাঙিয়ে ঘুমানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
এছাড়া রাসেলস ভাইপারসহ বিষাক্ত সাপ কামড় দিলে ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার ওপর তাগিদ দেওয়া হয় সেমিনারে। এসময় রংপুর মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- রাসেলস ভাইপার
- রংপুর মেডিকেল কলেজ
- রংপুর
- সেমিনার