ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সাংবাদিককে নিয়ে ‘অপপ্রচার’

সাবেক এমপিকন্যাসহ তিনজনের বিরুদ্ধে সাইবার আদালতে মামলা

সাবেক এমপিকন্যাসহ তিনজনের বিরুদ্ধে সাইবার আদালতে মামলা

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪ | ১৯:৫৮

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বাঁশখালীর সাবেক সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান চৌধুরীর কন্যা রওকতুনুর প্রিয়তাসহ তিনজনের বিরুদ্ধে নালিশি মামলা করা হয়েছে। মামলার অপর আসামী হলেন মোরশেদুল রহমান নাদিম। এছাড়া মামলায় অজ্ঞাত একজনকে আসামী করা হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে মামলাটি দায়ের করেন বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি মো. শফকত হোসাইন চাটগামী। তিনি স্থানীয় একটি দৈনিকের বাঁশখালী উপজেলা প্রতিনিধি।

ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, আদালত শুনানি করে নালিশি মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী মোশাররফ হোসেন খান জানান, ফেসবুকে আমার মক্কেলকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন মোরশেদুল রহমান নাদিম। পরে একই পোস্ট শেয়ার করেন এমপিকন্যা রওকতুনুর প্রিয়তা। তাদের দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও একজনের নামে ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়। ট্রাইব্যুনাল শুনানি শেষে মামলাটি আমলে নিয়েছেন।
অভিযোগে বলা হয়, গত ৬ জুলাই মোরশেদুল রহমান নাদিমের ফেসবুক আইডি থেকে শফকত হোসাইন চাটগামীকে নিয়ে একটি আপত্তিকর পোস্ট করা হয়। সেখানে শফকতের নাম বিকৃতসহ মানহানির নানা মন্তব্য করা হয়। পোস্টে তার ছবিও ব্যবহার করা হয়। পোস্টটি পরে নিজের ওয়ালে শেয়ার করেন আসামী রওকতুনুর প্রিয়তা। এছাড়া নাদিম ও প্রিয়তা বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে শফকতের নামে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়।
 

আরও পড়ুন

×