ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীদের ‘সকাল-সন্ধ্যা’ ব্লকেড, দীর্ঘ যানজট

ঢাকা-আরিচা মহাসড়কে শিক্ষার্থীদের ব্লকেড, দীর্ঘ যানজট

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা- সমকাল

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৪ | ১২:০০ | আপডেট: ১০ জুলাই ২০২৪ | ১৪:২৬

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ অবরোধ শুরু হয়। যা সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

এদিকে অবরোধের কারণে মহাসড়কের উভয় লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। যাত্রীদের গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে তাদের গন্তব্যে যেতে দেখা যাচ্ছে।

শিক্ষার্থীদের এক দফা দাবি হলো- সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ব্যতীত চাকরিতে সবধরনের কোটাকে বাতিল করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫১ ব্যাচের ছাত্রী সোহাগি সামিয়া বলেন, চাকরি ক্ষেত্রে কোটা পদ্ধতি বহাল রাখা বৈষম্যমূলক। আমরা কোটা পদ্ধতি বাতিল নয় সংস্কারের পক্ষে। স্বাধীনতার ৫৩ বছর পরও মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা অযৌক্তিক। আমাদের দাবি অনগ্রসর, বঞ্চিত ও প্রতিবন্ধী মানুষ ছাড়া সবার কোটা বাতিল করতে হবে।

আন্দোলনের সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, আমরা বিচার বিভাগের বিরুদ্ধে নয়, বরং সরকারের নির্বাহী বিভাগের বিরুদ্ধে আন্দোলন করছি। সরকার চাইলে এ ধরনের কোটা পদ্ধতি রাখতেও পারে আবার বাদও দিতে পারে। আর আদালতের বিরুদ্ধে নয়, বরং জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আদালত তো জনস্বার্থের বিরুদ্ধে রায় দিতে পারে না। আজকে আপিল বিভাগের শুনানিতে যদি কোটা পদ্ধতি সংস্কার করা না হয় তাহলে আমরা তাৎক্ষণিক কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।

আরও পড়ুন

×