কোটা সংস্কার আন্দোলন
অচল চট্টগ্রামের সড়ক ও রেলপথ

নগরীর দেওয়ানহাট স্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন হাজারও শিক্ষার্থী। ছবি: মো. রাশেদ
চবি প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৪ | ১৭:০২
কোটা সংস্কারের দাবিতে উত্তাল চট্টগ্রাম। ‘বাংলা ব্লকেট’ কর্মসূচির অংশ হিসেবে নগরীর সড়ক ও রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে কার্যত অচল হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রাম।
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর দেওয়ানহাট স্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন হাজারও শিক্ষার্থী। অন্যদিকে দুপুর দেড়টার দিকে দুই ভাগ হয়ে টাইগারপাস সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। দিনব্যাপী এই কর্মসূচি চলবে বলে জানান তারা।
এদিকে মুক্তিযোদ্ধা কোটা বহালের রায় একমাস স্থগিত করেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এ নির্দেশ মেনে নেয়নি শিক্ষার্থীরা। একদফা দাবি না মানা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।
মহসিন কলেজের মাস্টার্সের শিক্ষার্থী রিপা মজুমদার বলেন, ‘আন্দোলনকে বানচাল করার জন্য হাইকোর্ট এই ধরনের ঘোষণা দিয়েছে। ছাত্রসমাজ এই রায় মানে না। কোটা সংস্কার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে তারা।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া শিকদার বলেন, ‘আইন তৈরি হয় জনগণের জন্য। কিন্তু সেই আইন যদি বৈষম্য সৃষ্টি করে তাহলে তো জনগণ মানবে না । এক মাসের জন্য স্থগিত করে আবারও শিক্ষার্থীদের একটি ধোঁয়াশার মধ্যে রাখতে চাচ্ছে। এক দফা যতদিন মানা হবে না, আমরা রাজপথ ছাড়ছি না। জনগণের দুর্ভোগের দায় আইনবিভাগকে নিতে হবে।'
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে চট্টগ্রামের রেলপথ যোগাযোগ স্থবির হয়ে পড়েছে। নগরীর প্রধান সড়ক টাইগারপাস অবরোধ থাকায় অচল হয়ে পড়েছে সড়কপথে যোগাযোগও। এদিকে পুলিশ ও পথচারীদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের।