ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

নান্দাইল

বাবা হত্যার বিচার চেয়ে কাঁদলেন ছেলে

বাবা হত্যার বিচার চেয়ে কাঁদলেন ছেলে

প্রতীকী ছবি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৪ | ০৪:০৩

নান্দাইল উপজেলার ঝাউগড়া গ্রামের আব্দুল হেলিম হত্যা মামলার আসামিদের হুমকির কারণে বাড়িছাড়া বাদীর পরিবার। এ ছাড়া মামলার ২ ও ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার না করে তাদের বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। এসব ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

বুধবার সকালে নান্দাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মামলার বাদী আবু বক্কর সিদ্দিক শাহিন। এর আগে হত্যাকারীদের কঠোর শাস্তি চেয়ে প্রেস ক্লাবের সামনের রাস্তায় মানববন্ধন করেছেন তারা।

আবু বক্কর সিদ্দিক শাহিন সাংবাদিকদের জানান, গত ৮ ডিসেম্বর ভোরে তাঁর বাবা আব্দুল হেলিমকে শত্রুতার জের ধরে পিটিয়ে হত্যা করেন প্রতিবেশী বুলবুল মিয়া ও তাঁর লোকজন। এ ঘটনায় বুলবুল মিয়া, হাদিস মিয়া ও আলম মিয়াকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। এ মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও ৩ জনকে। হত্যাকাণ্ডের দিন এলাকাবাসী বুলবুল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। অন্য আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। বাবা হত্যায় মামলা করার পর আসামি পক্ষের হুমকির কারণে বাড়ি ছেড়ে ঢাকায় বসবাস করছেন তারা।

বাদী জানান, মামলাটির তদন্ত কর্মকর্তা নান্দাইল থানার উপপরিদর্শক আবদুল কাদের তাদের সঙ্গে সব সময় খারাপ আচরণ করে যাচ্ছেন। কেন মামলায় ৩ জনকে আসামি করা হয়েছে তার জন্যও তিনি গালাগাল করেছেন। সম্প্রতি তিনি (বাদী) জানতে পেরেছেন ২ ও ৩ নম্বর পলাতক আসামিকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার পাঁয়তারা করছেন। এতে বাবা হত্যার বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।

বাদীর অভিযোগের সূত্র ধরে তাদের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরে তালা দেওয়া। প্রতিবেশী তাছলিমা জানান, তারা কেউ বাড়িতে থাকেন না। ইয়াসিন নামে অন্য একজন জানান, নিহত আব্দুল হেলিমের পরিবার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা আবদুল কাদের বলেন, ‘প্রধান আসামির কিছুটা মানসিক সমস্যা রয়েছে। তা ছাড়া তদন্ত করে দেখেছি ২ ও ৩ নম্বর আসামি ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। তাই তাদের বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র পাঠিয়েছি।’ 

অভিযোগপত্র পাঠানোর বিষয়টি বাদীকে জানানো হয়নি কেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বাদীকে বিষয়টি জানানো হয়েছে। অভিযোগপত্রের বিষয়ে বাদী অসন্তুষ্ট হলে আদালতে না-রাজির আবেদন করতে পারেন।

আরও পড়ুন

×