ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের। ছবি-সমকাল

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৪ | ১৭:১২

পুলিশের বাধা উপেক্ষা করে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল ৪টায় এ অবরোধ করেন তারা। 

এর আগে, বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ সংলগ্ন সড়ক হয়ে প্রধান ফটকের (ডেইরি গেইট) সামনে গেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যের বাধার মুখে পড়ে। 

এসময়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ না করতে অনুরোধ করলে নাকচ করে দেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা প্রধান ফটক ভেঙ্গে সড়কে অবস্থান নেয়। 

এ সময়, ২ শতাধিক পুলিশ শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধে বাধা দিলে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেন অবরোধ করে মিছিল করতে থাকেন। বিকেল পৌনে ৫টার এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ কর্মসূচি চলছিল।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস ও ট্রাফিক) মো. আব্দুল্লাহিল কাফী বলেন, যেহেতু উচ্চ আদালত ইতোমধ্যে চাকরিতে ২০১৮ সালের পরিপত্র জারি ঘোষণা করেছে তাই শিক্ষার্থীদের আমরা অনুরোধ করেছি তারা যেন মহাসড়ক অবরোধ না করে। কিন্তু তারা মহাসড়ক অবরোধ করে জন দুর্ভোগ সৃষ্টি করছে। আমরা এখানে অবস্থান নিয়েছি যেন শিক্ষার্থীরা মহাসড়কে জন দুর্ভোগ তৈরি করতে না পারে। অবরোধ উঠানোর জন্য যা করার দরকার আমরা তা করবো।

আরও পড়ুন

×