ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দালালকে অর্থদণ্ড

ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দালালকে অর্থদণ্ড

দণ্ডপ্রাপ্ত দালাল আরিফুল ইসলাম

নওগাঁ সংবাদদাতা

প্রকাশ: ১১ জুলাই ২০২৪ | ১৮:৫৯ | আপডেট: ১১ জুলাই ২০২৪ | ১৯:০১

নওগাঁর পত্নীতলা উপজেলা ভূমি অফিসে অভিযান চালিয়ে আরিফুল ইসলাম নামে দালাল চক্রের এক সদস্যকে আটক করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ( ১১ ) জুলাই দুপুর দুইটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন অভিযান পরিচালনা করে রায় প্রদান করেন। অভিযানে দালাল আরিফুলের কাছ থেকে একাধিক ব্যক্তির খারিজের কাগজপত্র উদ্ধার করা হয়।

দণ্ডপ্রাপ্ত আরিফুল উপজেলার আকবরপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের মো. আফজাল হোসেন এর ছেলে।

পত্নীতলা ইউএনও পপি খাতুন বলেন, এই উপজেলায় যোগদানের পর থেকেই প্রত্যেকটি সরকারি দপ্তর দালালমুক্ত করার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা ভূমি অফিসে অভিযান চালিয়ে আরিফুল ইসলাম নামক এক যুবককে আটক করা হয়। প্রাথমিক জিঞ্জাসাবাদে আরিফুল তাঁর অপরাধ স্বীকার করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন

×