অফিসের ফার্নিচার বানাতে কাটা হলো বনায়নের গাছ

বাঞ্ছারামপুরের পাড়াতলী গ্রামে রাস্তার পাশে কেটে ফেলা সামাজিক বনায়নের গাছ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৪ | ২২:১৯
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিলাম ছাড়াই সামাজিক বনায়নের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কর্মকর্তাদের বিরুদ্ধে। বাঞ্ছারামপুর-মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের পাড়াতলী গ্রামে এ ঘটনা ঘটেছে। অফিসের ফার্নিচার বানাতে এ গাছ কাটা হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।
জানা গেছে, উপজেলা সদর থেকে স্বল্পা পর্যন্ত সড়ক ও জনপথের ১৬ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে ফতেপুর মোড় থেকে রূপসদী কবরস্থান পর্যন্ত তিন কিলোমিটারে সামাজিক বনায়নের বাগান আছে। এসব গাছের মধ্যে কয়েকটি গাছের ডাল ও দুটি আকাশি গাছ শ্রমিক দিয়ে কাটিয়েছেন উপবিভাগী প্রকৌশলী সিদ্দিকুর রহমান।
সরেজমিন দেখা গেছে, কয়েকটি গাছের ডাল কাটা হয়েছে। আর পাড়াতলী সেতুর পূর্ব পাশে রাস্তার পাশের একটি জীবিত আকাশি গাছ কাটা হয়েছে। গোড়ার একটি অংশ শুধু রয়েছে। বাকি অংশ নিয়ে গেছেন শ্রমিকরা। কিছু ডালপালাও পড়ে আছে। রূপসদী গ্রামের শাহ আলমের ভাষ্য, তিন দিন যাবত রাস্তা দু’পাশে গাছের ডাল কাটছে। আর বৃহস্পতিবার সকাল থেকে আকাশি গাছ কেটেছেন তারা। এগুলো গ্রামের কয়েকজন মিলে এ গাছগুলো লাগিয়েছিলেন।
পাড়াতলী গ্রামের আব্দুল আজিজ জানান, গাছ কাটার বিষয়ে তাদের জিজ্ঞাসা করলে তারা বলেছেন, সড়ক ও জনপথের কর্মকর্তা কাটতে বলেছেন। উপজেলা বন কর্মকর্তা উত্তম শাহা বলেন, সড়কের গাছগুলো সামাজিক বনায়নের। কোনোভাবে সড়ক ও জনপথের কর্মকর্তারা এসব কাটতে পারেন না। কাটা গাছ হেফাজতে নিয়ে ইউএনওর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর সওজের উপসহকারী প্রকৌশলী মামুনুর রশিদ বলেন, ‘এসডি স্যারের নির্দেশে শ্রমিক দিয়ে গাছ কাটার ব্যবস্থা করেছি। অনেক বিপজ্জনক গাছ ও ডাল কাটার কথা স্যার বলেছেন। আকাশি গাছ দিয়ে অফিসের কিছু ফার্নিচার বানানোর কথা বলেছিলেন স্যার।’
ফার্নিচার বানাতে নয়, রাস্তায় বিপজ্জনক অবস্থায় থাকা গাছ কাটার কথা বলা হয়েছে বলে দাবি বাঞ্ছারামপুরে কর্মরত উপবিভাগীয় প্রকৌশলী সিদ্দিকুর রহমানের। অনুমতি ছাড়া গাছ কাটার বিষয়ে তিনি বলেন, জরুরি প্রয়োজনে গাছ কেটে তাদের জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারেন। তার পরও তিনি বিষয়টি দেখছেন বলে জানান।
সওজের ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, নিলাম ছাড়া কোনোভাবেই সড়কের গাছ কাটা যাবে না। কেটে থাকলে বিধিসম্মত হয়নি। বিষয়টি খোঁজ নিচ্ছেন বলে জানান তিনি।