ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

শাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মশাল মিছিল

শাবি প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৪ | ২০:৪৭

দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। এতে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে অবস্থান নেন। পরে সেখান থেকে মশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এসে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব, মাহবুবুর রহমান, ফয়সাল আহমেদ, সুইটি আক্তার, হাফিজুর রহমান ও নূর মো. বায়েজীদ।

শিক্ষার্থীরা বলেন, কয়েকদিন ধরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছে। কিন্তু কুমিল্লা, চট্টগ্রাম এবং ঢাকাতে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এই মশাল মিছিলের মাধ্যমে তারা পুলিশ প্রশাসনকে সর্তক করে দিতে চান যে, এরপরে শিক্ষার্থীদের ওপর হামলা হলে তারা আরও কঠোর অবস্থানে যেতে বাধ্য হবেন।

বক্তারা আরও বলেন, পুলিশি হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের মেরুদণ্ড ভাঙেনি বরং মেরুদণ্ড আরও শক্ত হয়েছে। বাংলাদেশ স্বাক্ষী ছাত্র আন্দোলন কখনোই ব্যর্থ হয়নি। এবারও শিক্ষার্থীরা সফল না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না।

সরকারী চাকরিতে নিয়োগসহ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সব ধরণের বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে গত চারদিন সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শাবি শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার অবরোধের সময় পুলিশ বাধা দিলে শিক্ষার্থীরা পুলিশি বাধা উপেক্ষা করে সড়ক অবরোধ করেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

আরও পড়ুন

×