ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফরিদপুরে টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন

ফরিদপুরে টেপাখোলা  লেক উন্নয়ন প্রকল্পের  ভিত্তিপ্রস্তর উন্মোচন

ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪ | ১৬:০১ | আপডেট: ১৩ জুলাই ২০২৪ | ১৮:৩৩

ফরিদপুরে ১৮০ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের (প্রথম সংশোধিত) কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার লেকসংলগ্ন মাঠে ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী (ফরিদপুর-১ আসনের এমপি) আব্দুর রহমান, ফরিদপুর-৩ আসনের এমপি এ. কে. আজাদ, ফরিদপুর-২ আসনের এমপি শাহাদাব আকবর চৌধুরী লাবু, ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন ও সংরক্ষিত আসনের এমপি ঝর্ণা হাসান।

ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। পরে জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেনের সভাপতিত্বে  টেপাখোলা লেকসংলগ্ন মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান। 

তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাবিশ্বের মোড়লদের সামনে প্রমাণ করে দিয়েছেন, বাঙালি জাতি কখনোই কারও দিকে তাকিয়ে থাকে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই উন্নত ফরিদপুর গড়ব। উন্নয়নের মাধ্যমে টেপাখোলা লেকের হারানো সৌন্দর্য আবার ফিরে আসবে। লেককে কেন্দ্র করে এলাকায় নতুন করে উন্নয়নের যাত্রা শুরু হলো।

 সভায় বক্তব্য দিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান। ছবি: সমকাল

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সামচুল আলম চৌধুরী, এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী শহিদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবীর প্রমুখ ।

আরও পড়ুন

×