ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

৯ বছরের সাজার ভয়ে ৩৫ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

৯ বছরের সাজার ভয়ে ৩৫ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

গ্রেপ্তার হাকিম মাতুব্বর (মাঝে)

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪ | ১৮:৩১

১৯৮৯ সালে একটি হত্যা প্রচেষ্টা মামলায় পিরোজপুরের একটি আদালতে ৯ বছরের সাজা হয় হাকিম মাতুব্বরের। সেই থেকে পলাতক ছিলেন তিনি। ৩৫ বছর পর খুলনা থেকে র‌্যাব গ্রেপ্তার করেছে তাকে।

শুক্রবার রাতে নগরীর রূপসা ট্রাফিক মোড় থেকে র‌্যাব-৬ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার তাকে পিরোজপুরের ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার হাকিম মাতুব্বরের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বালি গ্রামে। তার বাবার নাম মৃত মোবারক আলী মাতুব্বর।

র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবির জানান, ১৯৮৭ সালে হাকিমের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একটি হত্যা চেষ্টায় মামলা দায়ের হয়। ১৯৮৯ সালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ওই মামলায় তাকে ৯ বছরের সাজা দেন। এরপর থেকে তিনি বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। গত ১২ জুলাই খুলনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
 

আরও পড়ুন

×